বড় বড় শহড়ের
    সরু সরু গলিতে,
টক্কর লাগে সেথা
    গড়ী নিয়ে চলিতে।


শহড়ের সেখানেই থাকে
    ঘন জন বসতি,
বিপদে সবার সেথা
    থেমে যায় সব গতি।


মুমুর্ষ রোগী নিয়ে
     এম্বুলেন্স  ঢোকে না,
আগুনে পুড়ে গেলেও
      দমকল  যাবে না ।


ড্রেনের কাদা-জল,
     উপচিয়ে পড়ে পথে ।
মশা-মছির  রাজত্ব,
     চলে সেথা একসাথে।


বৃষ্টিতে হাঁটু জল
      ভুল নেই কোন তাতে,
ল্যাম্প পোষ্ট থাকলেও
       আলো নাহি জ্বলে রাতে।


রাতেতে মশার কামড়
      দিনেতে মাছির মেলা,
এ ভাবেই দিন-রাত
      গলিবাসি সয় জ্বালা।


ফি বছর এমন তর
       হয় দিবা রাত্র ,
সবারই তা' সয়ে গেছে
       জ্বলে না আর গাত্র।    


পৌর এলাকায় থেকেও
      সয় সবে যন্ত্রণা ,
শহড়েতে আছে তারা
      এটাই শুধু সান্তনা।


পরিকল্পিত শহড় গড়া
     হবে কি আদৌ হেথা?
নাকি এটা কাগজে আর
     কল্পনায় রবে গাঁথা ।