স্নেহময়ী মা যে আমায়
          বুকে আগলে রাখেন।
যা'তে কোন কষ্ট না পাই,
          সচেষ্ট  তিনি থাকেন।


লেখাপড়া থেকে ঘুমানো
           সব দিকেই তার দৃষ্টি,
এত শ্রমের পরেও দেখি
            ঠোটের হাসি মিষ্টিি ।


কোন কিছু চাওয়ার আগেই
            মিটাতে হন সচেষ্ট,
তাইতো মায়ের মুখটি আমার
            হৃদয় মাঝে স্পষ্ট ।


মা যার নেই এই ভূবনে
          কে দেবে বল সান্তনা?
মা এর অভাব আর কিছুতে
          কখনো পূ্র্ণ হবার না।