জেলে পাড়ার লোকটির নাম,
          কালিপদ জল দাশ ।
খালে-বিলে মাছ না থাকায়,
          হয়েছে সর্বনাশ ।


জীবিকার তরে মাছ ধরা ছাড়া
           শেখেনিতো আর কিছু,
অভাব তাই জীবন সাথী হয়ে
            তাড়া করে তার পিছু ।


নদীর ভাঙনে ভিটে-বাড়ী গেছে,
            থাকে এখন বাঁধের উপর।
সরকারী জমিতে ছাপড়ার তলে রয়,
            ওটাই ঠিকানা ও বাড়ী ঘর।


পৈতৃক পেশা ছেড়ে,পুঁজির অভাবে,
              অন্য কিছু করা হয় না ।
মাছ ধরাটাই ভাল রপ্ত করেছে ,
             তাই সহজে কাজে কেউ নেয় না।


জেলে পাড়ার অনেকেই এখন ,
              হয়েছে কামার ও চাষী ।
পুঁজি আর জমি, ছিলনা যাদের,
               মুছে গেছে মুখের হাসি ।


অনেকেই তাদের আধপেটা খেয়ে
               দ্বারে দ্বারে ভিখ মাগে,
এমনটি হবে জীবনেতে কভু ,
                স্বপ্নেও ভাবেনি আগে ।