তোমায় যদি সুধায় কেহ
        গ্রামে বেড়াতে গেলে,
গুড়-মুড়ি নাকি মুরকি-মুড়ি?
        খুশী হবে কোনটা পেলে।
বলবে তুমি, 'গুড় খাব আমি'
        তবে খেজুরের হওয়া চাই,
মুরকি-মুড়িরও স্বাদ আলাদা।
        বাদ না যায়, ওটাও তাই।


আমের সময় না গেলেও, সেথায়
        আম শক্ত ঠিকই পাবে,
কালো গাই এর দুধ দিয়ে ভাত,
         নিজে থেকে চেয়েই খাবে।
আহা সে যে , কি যে মজা!
          একবার যদি খাও ,
ভাল লেগে গেলে, তখনি সেটার
           আবার তাগাদা দাও ।


একদম টাটকা খেজুরের রস
         প্রান ভরে খেতে হ'লে,
শীতের দিনে বিছানা ছেড়ে
          উঠে যাবে সাত-সকালে।
এ সব কিছুই গ্রামে পাবে, তাই
           ছুটিতে গ্রামে যেয়ো ,
মজাটা একটু বেশী পেতে হ'লে
           বন্ধুদেরও সাথে নিয়ো।