টাপুর টুপর বৃষ্টি পড়ে
      ভিজছে গাছের পাতা,
মানুষ-জন হাটছে পথে
       দিয়ে মাথায় ছাতা ।


বৃষ্টির তালে তাল মিলিয়ে
       গাইছে ব্যাঙে গান ,
বৃষ্টি পড়ার ছন্দে সবার
        জুড়িয়ে যায় প্রাণ ।


বৃষ্টির জল কচুর পাতায়
       চাইছে নিতে ঠাঁই,
একটু খানি নাড়া পেলেই
       দেখবে তা' আর নাই।


কচুর পাতা না ভিজলেও
       সবাই ভিজে চুপচুপে,
বৃষ্টিতে কেউ আছাড় খেয়ে
       কখনো বা যাচ্ছে খেপে।


আকাঙ্ক্ষার এ বৃষ্টি এসে
       ধরণীকে করলো শীতল,
গরম যেয়ে স্বস্তি আসায়
        ধন্য হ'লো বৃষ্টির জল ।