জ্যৈষ্ঠ মাসে চারিদিকে
      ফলের ছড়াছড়ি,
তাই না দেখে চোখ জুড়ে যায়
      মনটা ওঠে ভরি।


ফলের মৌ মৌ গন্ধে এখন
      মাতোয়ারা চারি দিকে,
টই টুম্বুর রসে ভরা ফল,আছে
        গাছে পেকে পেকে।


সব ঋতুতেই ফল পাওয়া যায়
       অল্প কিংবা বেশী,
জ্যৈষ্ঠ মাসেই দেশী ফলের
       আধিক্যটা বেশী ।


এমন দিনে ফল বাগানে
       হারিয়ে যেতে নেই মানা,
ফল দোকানেও ফল পাওয়া যায়,
      বাগানের সাথে কি হয় তুলনা?


মিষ্টি আম, মিষ্টি জাম, আর
       পাকা কাঁঠাল পেলে,
নিশ্চিত বলা যেতে পারে
       কেউ দেবে না ফেলে।


টক-মিষ্টি করমচা , আর
     রসালো জামরুল,
এ সময়ে চেখে দেখতে
     কেউ করেনা ভুল।


তরমুজের রসে তৃষ্ণা মিটায়
     পিপাসিত জনে,
আমড়া ফল কি মজাদার
     সবাই সেটা জানে ।


আনারসের রসে তৃপ্ত
      কে না হ'তে চায় !
বেলের সরবত সামনে পেলে
      ফেরানোটা দায় ।


কচি ডাবের পানি, আর
     কচি তালের শাঁস,
তৃষ্ণা মেটায়, মনটি ভরায়
      মেটায় মনের আশ ।


পেপে, কলা বছর ধরেই
      এ দেশে যায় পাওয়া,
যখন যে ফল, ফলবে হেথায়
      উচিত সবার খাওয়া ।


ফল দেহ সুস্হ রাখে ,
     তাই  তা' দরকার আছে,
সব ঋতুর সব ফলই,
     প্রিয় হোক সবার কাছে ।