খোকা-খুকু ঠিক করেছে
       খেলবে তারা পুতুল খেলা,
কাঁঠাল তলায় ব্যস্ত সবাই
       তাইতো এই সকাল বেলা।


বাবার কাছে বায়না তাদের
        আজকের এই ছুটির দিনে,
যা যা লাগবে খেলতে তদের
        দিতে হবে এখনি এনে ।


"বর-কনে" দু'টো পুতুল চাই
         আরো লাগবে খেলনা গাড়ী,
বরের জন্য পাগরী, জুতো
          কনের লাগবে লাল শাড়ী।


পুতুল বিয়েতে মজা করতে
         আমন্ত্রিত বাড়ীর সবাই,
বালুর তৈরী পোলাও আর
         পাতার খাসী হচ্ছে জবাই।


খেলনা লাল গাড়ী দিয়ে
         পুতুল যাবে শ্বশুর বাড়ী,
সঙ্গে নেবে আনেক গুলো
         "পাথর কুচির" মিষ্টির হাঁড়ী ।


যোগার পাতি ঠিক হ'লো যেই
         একটু যখন বাড়লো বেলা,
হঠাৎ  এসে ঝড়- বৃষ্টি
          বাদ সাধলো পুতুল খেলা।


কাঁঠাল তলা ছেড়ে এবার
          ছুটলো সবাই ঘরের দিকে ।
পুতুল বিয়ে ঘরে হওয়ায়,
          আনন্দটা হ'লো ফিকে ।