দু' বছর পেরিয়ে
     আমাদের মুসকান,
হাঁটা ছেড়ে দৌড়ায়
     মাঝে মাঝে গায় গান।


হালকা-পাতলা গরন
      বাতাসের আগে চলে,
কথা তার ভারী প্রিয়
      সারাদিনই কথা বলে ।


মা যখন ব্যস্ত
       রান্না ঘরে রান্নায় ,
দৃষ্টি তখন তার
       নানা রকম খেলনায়।


পুতুল, চিরুনী, বল
        এ গুলোই নিয়ে খেলে,
একটা একটা করে
        বাইরে তা' দেয় ফেলে।


ফেলা শেষে, হেসে হেসে
       দেখায় তা' সকলকে ,
এবার তাকে এনে দাও,
       নতুবা বসবে বেঁকে ।


খেলার সঙ্গী হয়ে
        মা-বাবা পেরেষান,
দু' জনেই চান তারা
        এ খেলার অবসান।


উপায় না পেয়ে বলে,
        মুসকান নাচ দেখি!
দু' হাত উঁচিয়ে নাচে
        যেন এক নাচুনে পাখী।


এ নাচ থামেনা আর
         নেই যেন তৃপ্তি,
ছিপ ছিপে শরীরেতে
         আসে নকো ক্লান্তি ।


জোর করে ধরে তারে
      যদিও শোয়ানো যায়,
ঘুম ধরা দেয় নাতো
       দুষ্টু চোখের পাতায় ।


এপাশ-ওপাশ করে
       আড় চোখে মাকে দেখে,
হঠাৎ ঘুমালে মা
        ছুট দেয় মাকে রেখে ।


দুরন্ত এ মুসকান
        ঠিক মত খায়না,
না খাওয়ার অজুহতে
       ধরে নানা বায়না ।


খাওয়া-দাওয়া ঠিক করে
      যদি করে লেখাপড়া ,
তা' হ'লে এ মুসকানই
      হ'তে  পারে সবার সেরা।