রিকশাওয়ালা রিকশা চালায়
      রোদ -বৃষ্টি মাথায় করে ,
সারাটা দিন রিকশা টেনে
      সন্ধে বেলায় বাসায় ফেরে।


বাসাতো নয়, বলতে পার
      মাথা গোঁজার ঝুপড়ি ঘর,
সেখানেই পায় শান্তির ছোয়া,
      ভালবেসে রয় পরস্পর ।


ক্লান্ত দেহ এলিয়ে সেথায়
       ঘুমিয়ে পড়ে রাতের কোলে,
আয় রোজগার করতে আবার
       উঠে যায় ঠিক সাত-সকালে।


মাথার ঘাম পায়ে ফেলে
        জনগনের দেয় যে সেবা,
রোগে-শোকে ক'জনা মরে
        তাদের খবর , রাখে কেবা!


এমনি করে মাস পেরিয়ে
       বছরটাই যায় শেষ হয়ে,
সুখের খোঁজে শ্রম দিয়ে যায়
       জীবন তরীর দাঁড় বেয়ে।