জলে জন্মে, জলে ভাসে
      পদ্ম এবং শাপলা ,
চিনতে তাদের ভুল করলে
      বাধবে ভীষণ ঘাপলা।


জাতীয় ফুল শাপলা পাবে
       পুকুর,ডোবায়,বিলে ও ঝিলে,
এ অপরূপ দৃশ্য মেলে
        বাংলাদেশে বর্ষাকালে ।


ডাঁটাসহ শাপলা মালা
       গলায় পড়ায়, বাড়ায় বাহার,
শাপলা ডাঁটার চর্চরির স্বাদ
        ভুলা যায় না,খেলে একবার ।


শাপলার শালুক পুড়িয়ে খেতে
        সে আবার এক অন্য মজা,
শাপলা ফলের খই পেতে
         বলু দিয়ে তা' হয় যে ভাজা।


শাপলার  নানা ব্যবহারে
          অবাক হবার কিছুই নেই,
জাতীয় ফুল শাপলা মিলবে
          বাংলাদেশের সব খানেই ।