খেলার মাধ্যমে শরীর চর্চার
       আইডিয়াটা নিলে,
নির্ঘাত এতে লাগবে টাকা,
        মাথায় আসবে চলে।


আসলে কিন্তু ব্যাপার খানা
        মোটেই তেমন নয়,
দেশীয় কিছু খেলা রয়েছে
        খরচের নেই ভয় ।


হা- ডুডু , গোল্লা ছুট
      আর আছে দাড়িয়া বান্ধা,
বিকেলে খেলা করলে শুরু
      আসবে গড়িয়ে সন্ধা ।


এমন খেলায় অর্থ ব্যয়
      নেই বল্লেই চলে,
গ্রাম বাংলায় এ সব খেলা
      অনেকেই এখনো খেলে ।


বিনে পয়সায় শরীর চর্চায়
      মন থাকে ফুরফুরে,
শরীরটাও চাঙ্গা হয়ে
      থাকে তা' ঝরঝরে ।


শরীর চর্চায় এ সব খেলার
       তুলনা হয় না কোন !
ভিনদেশী খেলায়, স্বদেশী খেলা
        হারিয়ে না যায় যেন !