মামার মুখেই প্রথম শোনা
    " ভুত বলে কিছু নেই ",
মনের ভয়ই " বড় ভুত "
      মানুষ কাবু সেটাতেই ।


চাঁদের আলোয় দড়িকে দেখে
     মনে হবে মস্ত সাপ !
বাতাসে ঝোপ দুলতে দেখে
      ভুত ভেবে দেবে লাফ ।


দূর থেকে কলাগাছকে দেখে
      মনে হবে ভুতের বাবা ,
কাছে যেয়ে তা' বুঝতে পেরে
      বনে যাবে "বুদ্ধু-হাবা" ।


ভুত ভেবে আগেই ঘাবড়ে না যেয়েে
      খুঁজতে হবে তার কারণ ,
বিষয়টি যখন পড়বে ধরা
     হাসবে দেখে , "ভুতের      ধরণ " ।


মনের ভুল ভাঙতে হ'লে
     খুঁটিয়ে দেখা চাই সকল কিছু ,
ভুত পালিয়ে বাঁচবে তখন
      নেবেনাকো সে কারো পিছু ।