দাদুর মাথায় টাক পড়েছে
    বছর বিশেক আগে ,
কেউ তাকে টাক্কু বললে
    যান যে ভীষণ রেগে ।


নাকের ডগায় চশমা এঁটে
   উপর দিয়ে দেখেন ,
পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই
    অমনি তাকে ডাকেন ।


"নাম কি তোমার? কার সন্তান ?"
    নানান রকম প্রশ্ন ,
সকলেই হোক ' আদর্শবান'
    এটাই তার স্বপ্ন ।


যাকে পান, তাকেই ধরে
    অংক তিনি শেখান,
অংকে নাকি বুদ্ধি খোলে
     করতে চান তার প্রমান ।


দৈবাত কেউ সামনে এলে
   পড়তে হবে খপ্পরে ,
এ ঝামেলা এড়াতে সবাই
   তার থেকে, থাকে দূরে !


দাঁত নেই বলে কথা তার
   অনেকটাই অস্পষ্ট ,
এতে কেউ না বুঝলে
   নিজেই রেগে পান কষ্ট ।


এমন দাদু আছে যার
   একটু আদর দিয়ো ,
আশির্বাদ নিতে দূরে না থেকে
    তার কাছেতে যেয়ো ।