আকাশেতে নানা রং এর
   ঘুড়ি গুলো উড়ছে ,
শোনা যায় শোরগোল
   যেই কাটা পড়ছে ।


জানালার ধারে বসে
   ঘুড়ি উড়া দেখছি ,
ঘুড়ি হ'লে কেমন হ'তো
   সে কথা ভাবছি ।


যে ঘুড়িটা কেটে যায়
   তার হয় ভারি মজা !
মন যেথা চায় তার
   উড়ে সেথা যায় সোজা ।


কাটা ঘুড়ি হ'লে তবে
   উড়ে যেতাম বহু দূরে,
কি মজাই না হ'তো তখন!
    দেখতাম ঘুরে ঘুরে ।


ঘুড়ির চেয়েও অধম আমি
    বন্ধি এই ঘড়ের কোনে,
বাবা-মাও বোঝেনা মন
   কথা বলি কার সনে  !