শতকরা ষাট ভাগ যেথা
  পেট পুরে পায় না খেতে ,
তাদের অর্ধেকেরই মাথা গোঁজার
  ঠাঁই নেই নিশুতি রাতে ।


ফুটপাত, রেল ষ্টেশন আর
   লঞ্চ, ষ্টিমার ঘাটে ,
আজ হেথা, কাল হোথা
   এ ভাবেই জীবন কাটে ।


স্হায়ী ঠিকানা বলে তাদের
   নেই কিছু এ জীবনে ,
ঠিকানা মিলবে তখনি শুধু
   মরণের পরে গোরস্হানে ।


আহামরি কোন কিছুই
   তাদের মোহ নেই কোন,
তবুও দু'মুঠো অন্ন দিতে
   আমরা অপারগ যেন ।


অন্ন, বস্ত্র, বাসস্হান দেবার
   এখনো গাল ভরা বুলি শুনি !
কবে এ ভণ্ডামি দূর হবে?
   কেউ বলতে পারবেনা জানি ।


সব নেতাই কথা দেয়,
  তবু কথা নাহি রাখে ,
এ সবই সয়ে গেছে সবার
   তাই গায়ে নাহি মাখে !


সবই যদি সমাধান হবে,
   নূতন ইশু পাবে কোথা ?
রাজনীতিতে তাই, সযতনে এসব
   পুশে রাখা হয় হেথা ।