প্রেক্ষাপট-১


বৃষ্টি ভেজা স্নিগ্ধ সন্ধায় দু'জনে
হাতে হাত ধরে হেটে চলেছে ধীর লয়ে,
একান্ত নির্ভয়ে ।
ভেজা ঝাপটা হাওয়ায় অবিন্যস্ত করে চুল ও আঁচল।
সে দিকে নেই কোন ভ্রুক্ষেপ ।
নিশ্চুপ ধীর পদক্ষেপ ।
দেখে মনে হয় হারিয়ে গেছে গভীর জলে ,
জলজ প্রাণী দু'টি , জুটি বদ্ধ সন্তরণরত ।
অকষ্যাৎ মৃদু আলোর ঝলকানীতে
নিজেদের দিচ্ছে জানান তারা
কিন্তু এমন বৈরী আবহাওয়ায়ও
নয় একটুও দিশেহারা  ।
গীভীর আস্হায় , হাতে হাত ধরে
নির্ভয়ে নিঃশব্দে উদ্দেশ্যহীন গন্তব্যে
এ হেটে চলা  ।
তাদের চলনই বলে দেয় , এ চলা
নদীর শ্রোতের মত চলুক
অনন্তকাল ধরে । যেন একে অপরের থেকে
বিচ্ছিন্ন হ'তে না পারে ।
এ এক অপরূপ স্নিগ্ধতা ও শান্তির পরশ,
যা বুলিয়ে দেয় ভেজা পথে,
যেতে যেতে  ।


প্রেক্ষাপট -২


একই দৃশ্য পটে , এ স্নিগ্ধ  বৃষ্টি ভেজা রাতে
দেখা গেল অপর এক জুটি  ।
উচ্ছল-ছল ছল, হাসিতে লুটোপুটি ।
অনেক দিন পর যেন সুযোগ এসেছে,
এ বৈরী আবহাওয়ায় মন খুলে কিছু কথা বলার ।
তাই উজার করে দিয়েছে ঢেলে ,
উভয়েই এ স্নিগ্ধ সাঁঝের কোলে ।
যা কিছু বলার ছিল ,
বলে যায় হৃদয় নিংড়িয়ে ।
ঝিরি-ঝিরি বৃষ্টির ফোটা ,
সেই সাথে বিদ্যুতের ঝলকানি ও গর্জণ
এনে দেয় একে অপরের একান্ত কাছে
নিবীড় করে  ।
হাতের বন্ধন আরো হয় দৃড় ।
যেন কোন শক্তিই তাদের বিচুত্যি
ঘটাতে না পারে ।
পৃথিবীর সব শান্তি ও প্রাপ্তি যেন                                   আজি ধরা দিয়েছে ওদের হাতের মুঠোয় ।
মুঠি মুঠি সুখ গলে পড়ছে ওদের
শরীর নিংড়িয়ে ।
এতটাই নিমগ্ন তারা এ স্নিগ্ধ
বৃষ্টি ভেজা সাঁঝের বেলাতে !
আশে পাশে কেউ আছে কি না ?
কোন ভ্রুক্ষেপ নেই তাতে  ।
  


নীরবে ও সরবে দু'টো জুটিই
এই স্নিগ্ধ আঙিনায়
জানান দিয়ে যায় ,
তাদের সুখের সন্ধান খুঁজে পাওয়ার
একান্ত নিজস্ব ভঙ্গিমায় ।
এ বৃষ্টি ভেজা সন্ধায় ।