বানের জলে হাবুডুবু খাওয়া
   পিঁপড়ের দল ভাসতে দেখে,
" সকলের তরে সকলে মোরা "
    এ বাক্যটি নেওয়া যায় যে শিখে ।


দেখা যায় সেথাতে, নিজে ডুব দিয়ে
    অপরকে কি ভাবে ধরিছে তুলে ,
একে অন্যকে বাঁচানোর তরে
     বিপদেও তারা যায়নিতো ভুলে ।


পালাক্রমে এ কাজ করিছে সকলে
    নেই তাতে কোন বিশৃঙ্খলা ,
ফলশ্রুতিতে সকলের বাঁচিল প্রাণ
     নিজ কর্তব্যে নেই কোন অবহেলা ।


একে অন্যকে ফেলে দিয়ে নয়
   সকলকে সাথে নিয়ে বাঁচতে চায়,
মানুষের বেলাতেও এমনটি হ'লে
   আশান্তি সমূলে হোত বিদায় ।