ঘর- বাড়ি, চাল-চুলো
   বানে গেছে ভেসে ,
গরীবের উপর কেন
    এত গজব আসে !


অল্পে তুষ্ট যারা
   দিনে আনে  খায়,
খরা বানে তাদেরকেই
    বশী যে ভুগায়  !


গরীবেরা নিঃস্ব হয়ে
   দ্বারে দ্বারে ঘোরে,
জীর্ণ-শীর্ণ দেহ নিয়ে
    বে ঘোরে যে মরে ।


ধর্ম মেনে চললে পরে
   এমনটি হোত না ,
বন্টন সঠিক হলেও
   দুঃখ কেউ পেত না ।


ধনীরা ধন পায়
   পরীক্ষা দেবার তরে ,
আল্লাহর নির্দেশ মত
    যেন ব্যায় করে ।


ঐ সকল ধনে আছে
   গরীব দুঃখীর হক ,
নিজ ধন থেকে তা
    করা চাই পৃথক ।


পুরো টাই যদি কেউ
    নিজে ভোগ করে ,
পরকালে এর জবাব
    দিতে হবে তারে ।


গরীবের হক কেন
   গরীবে পায় না !
দায় টা কার তবে
   ভেবে দেখ না !