পুকুর চুরি আর ছিঁচকে চুরি
    দুটোই নয় একই কথা ,
একটা করে বিলাসিতার তরে
    অপরটিতো বাঁচার তগিদে বৃথা।


ছিঁচকে চোরে চুরির পরে
     ধরাও পড়ে অনেক বেশি,
পুকুর চুরি ধামা চাপা পড়ায়
     চোরেরা রয় ভিষণ খুশি ।


বড় চোরেরা গর্ব করে
     সারা দেশময় বেড়ায় ঘুরে,
জেল-জরিমানা দুটোই গনে
     শুধুই বেচারা ছিঁচকে চোরে ।


বড় চোরদের সখ্যতা থাকে
    উপর তলার লোকদের সাথে,
ছিঁচকে চোরদের নেই সামর্থ্য
     তেমনটি করার ঐ সব পথে ।


বড় গুলোই যদি, শাস্তি না পায়
   তবে ছোটদেরকে কেন ধরা !
রাঘব বোয়ালের এক জনের অর্থেই
   হাজার ছিঁচকে যাবে রোধ করা ।


পুকুর চুরিতে পার পেয়ে গেলে
    দুর্গতি ঠেকানোর আর উপায় নাই,
দ্বিগুণ ঊৎসাহে অন্যেরা তখন
    একই পথে করবে কামাই ।


দেশ প্রেম রেখে, নিজ প্রেমে যদি
    আমরা সবাই থাকি ব্যস্ত ,
এ দেশকে রশাতলে নেবার
    আরো একটি ভুল হবে মস্ত ।