বর্ষার আগমনে
       ঝর ঝর ঝড়ছে ,
থোকা থোকা কামিনি
       যামিনিতে ফুটছে ।


ঝিরি ঝিরি বৃষ্টিতে
     বাতসে দেয় ঝাপটা,
মিষ্টি গন্ধ এসে
      ভরে যায় মনটা ।


ফোটা ফুল ঝড়ে যাবে
     কাল ভোর বেলাতে ,
কুঁড়ি গুলো প্রহর গনে
     ফুটিবার অপেক্ষাতে ।


ক্ষনিকের আয়ু নিয়ে
     ফুটলো যে কামিনি,
নিজেকে বিলিয়ে দিতেে
    দ্বিধা কভু করেনি ।


ক্ষণস্হায়ী জীবনটা কারো
    নয়তো শুধুই নিজের !
কামিনির মত তা
     হয়ে যাক সকলের ।