শিশু শ্রম যদিও
     জারি আছে নিষিদ্ধ ,
বাস্তবে এর বিপরীতই
     এ দেশেতে সিদ্ধ ।


পিতা ভাবে ছেলেটাকে
      কাজে না পাঠালে ,
একার রোজগারে খাবার
      জুটবেনাতো কপালে ।


পিতা-মাতা , সন্তান
      সবে দেয় যোগালি ,
তবুও মাঝে মাঝে
      আধা পেট থাকে খালি ।


একজনের শ্রমে যেথা
     চলেনাকো সংসার ,
শিশু শ্রমের নিষেধাজ্ঞা
     কানে ঢোকে বল কার!


পরিবেশ সৃষ্টি ছাড়া
     আইন যদি করা হয় ,
সে আইন বাস্তবায়নে
     থেকে যায় সংশয় ।