কাকের কা-কা রবে
ঘুম ভেঙে দেখি ,
বাগানে পড়ে আছে
কালো এক পাখি ।


চিত হয়ে শুয়ে আছে
একটুও নড়ছে না,
বড় লাল পিঁপড়েতে
ভরে গেছে দু'টো ডানা।


চারিদিকে ডালে ডালে
ডেকে চলে পাতি কাক,
যে পাখিটা মরে গেছে
ওটা ছিল দাঁড় কাক ।


পাখিটির মৃত্যুতে
এল শোক জানাতে,
কাক গুলো জড়ো হোল
সুন্দর প্রভাতে ।


প্রতিদিন অপঘাতে
কতজনইতো যায় মরে,
শৃষ্টির সেরা হয়েও
মানুষ তেমনটি নাহি করে ।


পাখিদের চেয়েও কি
তবে আমরা নিকৃষ্ট ?
এ কথা মেনে নিতে
মনে পাই কষ্ট ।