পূর্ণিমার চাঁদ দেখে
খুকু ধরে বায়না ,
ঐ চাঁদটাকেই পেতে হবে
অন্যকিছু সে চায় না ।


চাঁদ মামার গান শুনে
মন তার ভরে না ,
চাঁদ এনে দাও তাকে
নতুবা সে খাবে না ।


দূরের ঐ আকাশ থেকে
চাঁদ ঢেলে দেয় জোৎস্না,
ক্লান্ত খুকু ঘুমিয়ে পড়ে
চাঁদ পাওয়া তার হয়না ।


খুকুর কপালে চুমু দিয়ে
মা বলে "তুমিই চাঁদমণি "
খুকুই যে তার সাত রাজার ধন
হিরা, মুক্তা, সোনার খনি ।