ঝিক ঝিক শব্দে
ছুটে চলে রেলগাড়ি,
গড়ি থেকে মনে হবে
পিছে ছোটে ঘড়বাড়ি ।


লোকালয় পেরিয়ে ছোটে
দিগন্ত রেখা পানে ,
এখনি পৌঁছে যাবে
নূতন কোন ষ্টেশনে ।


লাল বাতি লাল ফ্লাগ
যদি সে সামনে পায়,
ধীরে ধীরে গতি কমে
হুট করে থেমে যায় ।


রেলগাড়ির বগি গুলো
গায়ে গায়ে লগানো ,
বগি থেকে বগিতে
যায় ঘুরে বেড়ানো ।


নানা খাবার বেচা হয়
বগি থেকে বগিতে ,
আড্ডাটা জমে ভাল
সে খাবার খেতে খেতে ।


এ বাহনে বেড়ানোতে
যে আনন্দ পাওয়া যায়,
অন্য কিছুর সাথে
আসেনাতো তুলনায় ।


রেলগাড়ি চড়ে যদি
যাওয়া যায় বহু দূরে ,
অসংখ্য সুখ স্মৃতি
রয়ে যায় হৃদয় জুড়ে ।