এই কি হাল!  
তিলোত্তমা ঢাকা শহর-
এটাই কি কবির সেই আজব শহর ঢাকা?
আদম সৃষ্ট কৃত্রিম সংকটে প্রাণোচ্ছল ঢাকা
একি করুণ দশা, হায়!
বাংগালী জাতির ইতিহাস ঐতিহ্য -
বানের জলে গেল হারিয়ে ---
এই যুদ্ধজয়ী জাতির প্রাণোস্পন্দন  -
তার একি করুণ রুপ?
দেখে কষ্টে মনটা কঁকিয়ে উঠে বারবার যেন -
কেন বুড়িগংগা নাব্যতা হারালো?
ভরে উঠা  ময়লা আর না গলা আবর্জনার স্তূপে ---
ডাষ্টবিন উপচে পড়া ট্যানারী বর্জ্য --
কোথায় নগর পরিকল্পক?
কোথায় সেই মেধাবী প্রকৌশলীরা?
, বুয়েট, চুয়েট অথবা শাবিপ্রবি থেকে উত্তীর্ণ  দেশের উজ্জ্বল নক্ষত্রেরা?
আর ক্ষমতায় তো বংগবন্ধু কন্যা -
কোথায় হারিয়ে গেল বংগবন্ধুর স্বপ্ন?
যার চিন্তা চেতনা জীবন সাধনায় ছিল একটাই দেশ বাংলাদেশ ---
, এই জাতিকে একটি উন্নত জাতিতে পরিণত করা --
আর শহীদ জিয়া ??
-যার ধ্যান-জ্ঞান জুড়ে --
"প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ
            জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ "--- সেই শষ্য বিপ্লব,স্বনির্ভর বাংলাদেশ ----
তাদের উত্তর সুরীরা সবাই কি পায়নি সুযোগ?
তারপরে ও -----------
ঢাকা শহরের এই সুকরুণ অবস্তা  ;
অর্থই কি সব কিছু?
পূঁজি পতিদের ব্যাঙের ছাতার মত গড়ে উঠা  অপরিকল্পিত  কারখানা --
অশোধিত  বর্জ্যগুলো-
প্রাকৃতিক রুপের আঁধার বুড়িগংগা
হারিয়েছে তার চিরচেনা রুপালী জল -
করেছে কৃষ্ণ রূপ ধারণ ---
তার নাব্যতা আজ কোথায়?
টেমস,  শ্যেন, দন্যাপার, ভল্গা  দেখেছ?
রাণী-রূপ ধারণ করা লণ্ডন, প্যারিস, প্রাগ, কিয়েভ --
রূপে  চঞ্চলা হরিনী যেন ;
আমাদের অপ-রূপ বুড়িগংগা আর তিলোত্তমা ঢাকাকে আর কখনওই কি  
সেই রূপে দেখবনা কোন দিন?
কেউ কি এগিয়ে আসবেনা আর?