কেড়ে নাও তার শান্তি পদক
বিশ্ব বিবেক জাগো
অপাত্রে  কেন লাগিয়ে দিয়াছ
মানবতার ই  লগো?

কবর থেকে নোবেল সাহেব
ধিক্কার দেবেন আজ -
কাকে তোমরা দিলা নোবেল?
কাকের মাথায় তাজ ;

মনুষ্য রক্তে করে স্নান সে-
মাংশে সারে ডিনার ,
মগের মুল্লুক বানিয়েছে
এক পিশাচীনি জানোয়ার ;

লক্ষ আদমের আর্তনাদ শোন -
মরবি তাদের শাঁপে,
খোদা যখন ধরবে তোকে
বাঁচাবে তোর কোন বাপে ????