উঁকি মারে


প্রাপ্ত বয়স্ক রাতের
কিছু দুর্বল ঘুম জাগা হাই
পায়ে পায়ে ঠোক্কর খায়


গত দিনের ক্লান্তি
বোবা পাহাড় হয়ে
পথ আটকে দাঁড়ায়
তবু নতুন করে সাজঘরে
স্নান সারে
আগামি আর একটা ভোর


যেখানে বাঁচার স্বপ্নরা
এটোঁ শাড়ি ছেড়ে
গোলাপের পাপড়িতে
উঁকি মারে ।