প্রভা’ হতে রোদ ছড়াতেছে দিবাকরে,
রৌদ্র-তাপে ঘর্মে সবাই নাইয়া মরে।
ভাবছে সবে, শীত যদি আসত ফিরে,
শুভ্র তুষারখন্ড দিয়ে ধরত ঘিরে!
নদীর চড়ে বসে সবে থাকতে নেরে
ঘরের ভেতর, হঠাৎ করে মেঘ হেরে,
বলল, ধন্যবাদ ও আল্লাহ তোমারে!
চড়ের পরে লুটায় সবে হর্ষ-ভারে।
*******
ঝড়ো হাওয়া ঝাপ্টা মারে গাছের ডালে,
সে সুবাদে আম্র-পতন ঘরের চালে।
ভরায়ে ঘন মেঘপুঞ্জ আকাশ-নীলে,
রিমঝিমিয়ে বৃষ্টি পরে খাল ও বিলে।
স্নান করে সবে আকাশ বারির জলে,
কেমন হতো বারেক হস্তী-বৃষ্টি হলে?