বৃদ্ধ, জোয়ান, আমজনতা কেউ পাগলের ধার ঘেঁসে না,
আরেক পাগল করছে কিনা পাগল নিয়ে গোঁ এষণা!
কোনো পাগল ঘুরে বেড়ায় ন্যাংটা হয়ে রাস্তা দিয়ে,
মানুষ দেখে সেলাম ঠুকে হলদে দাঁতের হাসি দিয়ে।
এক ধরনের পাগল আছে খেয়ে থাকে গাছের পাতা,
আরেক পাগল শীতের কালে মাথার পরে ঠেকায় ছাতা।
এক পাগলের সামনে যদি হাজার রকম খাবারও থাকে,
গরম গরম মূত্র খেতে কে আছে যে ঠেকায় তাকে?
আরেক রকম পাগল দেখ ঘুরছে হাওয়ার পিছু পিছু,
পাগলামো ভাল করতে কষছে অঙ্ক, করছে কত্ত কিছু!
বিজ্ঞ পাগল ভাবছে বসে, পাখির মত উড়তে হবে।
আরেক পাগল বলছে, “ও রে সূর্যটাকে ধরতে হবে!”
ঐ যে পাগল সুস্থ-সবল মানুষগুলো ধরছে ঠেসে,
কাহার মাথার চুল কতটি গুনেই তবে ছাড়ছে শেষে।
কেঁচোর সাথে কুস্তি করে পাগল হল কুস্তিগীর,
আর এই পাগল পাগল নিয়ে গবেষণায় ব্যায়ামবীর।