এইবেলা বাকি নেই কোনো বাসনা রে,
হীরা হেম নাহি চাই, যদি পাই তারে।
সে যে হাতছানি দেয় কোন মোহলোকে,
পরশনে আসে না সে থাকে চোখে চোখে।
মায়াতানে ডাকে যবে নাহি পাই ক্ষণ,
ডুবে থাকি লঘু কাজে, নারি আলাপন।
মান করে চলে যায় তড়িত চকিতে,
বুঝি না সে গেছে মোর কী সুখ হরিতে!
তারপর শশী এলে খোঁজ করি তারি,
নিঠুর হৃদয়, মোরে দিয়াছে যে আড়ি।
ঝুম ধরে ক্ষণ গুনি লগন গড়ায়,
খোঁজ তার নাহি মেলে তামাম ধরায়।
বুঝিনি ক’ পেয়েছিনু অমূল রতন,
পেয়েছিনু হাতে তবু করিনি যতন।
নেই সে যে মেঘ-আড়ে, নেই বাঁয়ে-ডানে,
ভুলি তারে দিনে, রাতে স্মরি মন-প্রাণে।