উল্টা করে বলতে গেলে চমকে যাবে,
উল্টা-সিধা যাই বল নয়নই পাবে।
মহাকাব্য রামায়াণ ভুল হতে পারে,
কিন্তু মম নাম? সে তো উল্টা হবে না রে!
মরা লোক কবর হতে বেঁচে উঠবে,
তবু আমার নাম সে তো একই রবে।
দিক ভোলে যদি সকালের দিবাকরে,
তাও সোজাটাই পাবে নাম উল্টা করে।
*******
নাম মোর রেখেছিল নানি শখ করে,
পুরো তিন মাস রাতদিন চিন্তা করে।
সারাদিন তার কেঁটেছিল ভেবে ভেবে,
তার নাতির নামখানা কেমন হবে!
কার সাধ্য আছে মোর নাম উল্টা করে?
বাজি র’ল তার জন্য আজীবন ভরে।!