না খেয়ে থেকে বাবু যেন প্রায় মরা,
শরীরটা পুরো তার হাড্ডিতে ভরা।
মামা বলে, “কি রে মামু, কিছু খাস্‌ নাকি?
খাওয়া ফেলে দিয়ে কভু দিস্‌ নাকি ফাঁকি?”
বাবু বলে, “হ্যাঁ গো মামু, কিছুদিন ধরে
খাওয়া-দাওয়া করিতেছি কম কম করে।
কুড়িখানা চালরুটি বারো ডিম ভাজা,
সকালের নাস্তায় খাই তাজা তাজা।
মুরগির গোশ মামা দশ কেজি লাগে,
তা নাহলে দুপুরেতে নাহি খাই রাগে।
বিকেলেতে তিন ড্রাম হালুয়া ও রুটি,
খেয়ে-দেয়ে বিশাল এক ঘুম দিই চুটি।
সন্ধায় কমে ছয় গ্লাস দুধ খাই,
এরপর কিছুক্ষণ বিশ্রামে যাই।
রাতে খেতে গেলে চেক করে দেখি আগে,
দুটো গরু রোস্ট করা আছে নাকি ভাগে।
দুপুরে ও রাতে পুরো ষোলো কেজি চালে,
পেটখানা ভরে মোর চার কেজি ডালে।
সারাদিন খেয়ে দেয়ে পেট ফুলে বুম,
রাত্রিতে দিই এক জব্বর ঘুম।”