আমি জানি না, জানি না তুমি কে
        তবু অবাক চোখে
      তোমাকেই দেখি সামনে।
   সূর্যাস্তের ললাভ আভরণে
                  সূর্য গেলে বিদায়ে,
    তোমার সৌন্দর্য্যে লুটায়ে
                  চন্দ্র আসে উদায়ে।
     জ্যোৎস্নার চিকিমিকি
         তৃষ্ণার্ত  বালুয়াড়িতে
                      আছড়ে পরে ঐ,
     উদাসীনতা করে চূর্ণ
            তুমি একা দাঁড়িয়ে
       তবু তোমার নেশা জাগে কই।
     উত্তাল সাগর মাঝে
           হৃদয় স্পন্দন
               জেগে উঠে বাড়ে বাড়ে,
    একাকীত্ব করিতে দূর
             নীরবে ডাকো
                আমায় উৎকণ্ঠ  করে।
       উষ্ণ ছোঁয়ায়
             ঠাণ্ডা হওয়ায়
                 স্পন্দন যায় বেড়ে,
       গর্জাইত সমুদ্র
             অমধুর আভাসে
                   হৃদয় ধরে আঁকড়ে।