আমি মুক্ত হতে চায়
এ ক্ষুদ্র পরিসর হতে।
স্তব্ধ ঘিঞ্জির পরিবেশ সভার
থেকে চায় বিদায় নিতে।


এক মুঠো মেঘবিহীন আকাশ
চায় নিতে আমার  দুহাতে ,
সবুজ ছায়ার ম্লান ঘ্রান চায় নিতে
আমার নিঃশ্বাসের বায়ুতে।


আমি দৃষ্টি গোচর করিতে চায়,
সূর্যোদয় সুমুদ্র সৈকতে,
প্রথম পদ নিক্ষেপ করতে চায়
কমল বাংলার নাটে।


আমি বহু তুলে আহ্বান করি
হারিয়ে যাওয়া মনুষত্ব কে ,
কর্কশ গলায় গাহিতে চায়
শীতল রবীন্দ্রনাথকে।


আমি মৃত্যু শেষে বাঁচিতে চায়
নব জাত শিশু সত্তাতে,
কারণ তারা নির্মল দেবত্ব
এমনই সমাজ চায় খুঁজে নিতে।