ওঠে নাভিশ্বাস
ভুলে আশ্বাস
করে হাঁসফাঁস ,
আমার প্রেয়সী।
দাঁড়িয়ে নিরালায়
পরন্তু বেলায়
হালকা বায়ুবয় ,
দেয় শুধু হাঁচি।
রাস্তার মোর
হয় তোড়জোড়
হাকে চারিঘোর
বিজ্ঞাপন মেলায় ।


বিজ্ঞাপনের রংবাহারে
প্রেয়সী আমার  চশমা পরে
যাই পাওয়ার বেড়ে
বিজ্ঞাপন জ্বালায় ।
অলি থেকে গলির কোন
থাকে বিজ্ঞাপন
করে প্রেয়সীর মন
দূরে আমার কাছ থেকে ।
ব্যানারে  ছবি
দূর করে কবি
আধুনিকতার নবী
আসে বিজ্ঞাপনে ডেকে ।


বিজ্ঞানের বিজ্ঞাপনে
মন যাই বিকায়ে
আধুনিকতার বিষপানে
মিডিয়া থাকে পিছনে।
চারিধারে
নির্বোধের মতো করে
ভরে  বিজ্ঞাপনের আধারে
কালো ছায়া ডেকে এনে ।
প্রেয়সীর মন ভাঙে
বিজ্ঞাপনের ঢং বাহারে
দেয় রুচি বদলায়ে
মনে আবরত।


বিজ্ঞাপনের বিজ্ঞ
হয়ত এদিকে অজ্ঞ
মনে নেই একটু প্রেমত্ব
না  হলে এই সব কি করতো ?