আমার ব্যাথায়
ব্যাথিত আমি নিজেই,
যদি বলি কাউকে
কি হবে বা তাতেই।


এ পৃথিবীতে মানুষ হাজার
ব্যাথিত ব্যাথায়
তাদের দিকে কে বা
কখন তাকায়,
যদি থাকে ব্যাথা মনে
বলো না তা কাউকে
তাকে চেপে ধরে
চল সামনের দিকে।


যদি কান্না আসে
দুচোখে
ভুলে যাও তা
দেও মুছে ।
সময় শুধু থমকে থেকে
দিতে চায় বাধা,
কঠোর সমাজ
দেয় কত সাজা।


মন বড় অবুঝ
বোঝে না সহজে,
আগুনের পথে চলে
মনে যে জ্বলে,
জ্বালার জ্বলিত প্রাণে
তখন কেউ যদি আঘাত হানে,
তবে তা অতি বিষম
প্রাণ মরে অভিমানে।


হাজার রকমারি  প্রকৃতি শোভা
তখন ক্ষুদ্ধ  মরুভুমি,
স্বর্গের স্বর্গ উদ্যানে
নিজেই একলা ভ্রমি।