ওরা শাসক ওরা সব পারে
রক্ত মাংসে গড়া মানুষটাকে
করে দেয় পাথরের মূর্ত্তি
থাকে দিনভর দাড়িয়ে
ঐ ভাঙ্গাচোরা রাস্তার ধারে।
ওরা সব পারে ভিখারির
কান্না ভোলা দু মঠো
অন্নকে অট্টহাসে কাড়ে
আবহ কাল হতে বয়ে আসা
নদীটাকে করে দিতে চায়
পথহারা ওদের ক্ষমতায়।
ওরা ভুলে যায় ওরা তুচ্ছ
ভেঙে যাবে এক বর্ষার
গজনে পুড়ে যাবে
বিদ্যুতের ঝলকানিতে
ওরা ভিখারির থেকেও অসহায়
শুধু ক্ষমতা আছে বলে
নিজেকে ভাবে মহারাজা।
আর গুনীদের ভাবে
ওরা প্রজা
ওরা বিশ্বাসী নয় প্রজাতন্ত্রে
নয়কো বা গণতন্ত্রে
ওরা বিশ্বাসী শুধু
লুঠো পুটির ভোগতন্ত্রে।।