এ পড়াশুনা কি দেবে আমার
তার থেকে বরং পরিশ্রমে দেবে অর্থ
যা দিয়ে জীবনের পথটা কিছুটা রঙিন হয়
যা দিয়ে সমাজটাকে করা যায় মুখ বন্ধ।
বইয়ের  পাতায় না মুখ গুঁজে থেকে
বইব না হয় কালো কয়লা দুহাতে
কাজের শেষে স্নান সেরে
বসব  গিয়ে রকের আড্ডায়।
গানের আসর, টিটকিরিতে যাবে সময়
বাড়িতে এসে নাকে নস্যি দিয়ে দিব্যি ঘুম
রাতে দেখব কত স্বপ্ন
কত না সুখ তাতে।
পড়াতে  কত বকাবকি বাড়ী  কিংবা পাড়ায়
ধুর আর ভাল লাগে না ছাই
মনে হয় পালায় কোথাও
কোনো দূর  অজানায় যেখানে কোনো
বন্ধন নাই  নেই কোনো কর্কট কণ্ঠ।
পড়ার ডিগ্রী  নাই করিলাম অর্জন
করে তা বর্জন
তবু থাকা ভালো অন্ধকারে
সেখানে কেউ দেখিবে না কেউ কাহারে।


ঘোড়াঘাটা
১৭/০২/২০১০
১৯:১০ ঘ: