দ্বিধাগ্রস্ত তুমি দাড়িয়ে সামনে
ভাবছো কি জানি মনে মনে ,
শত আবেগ মুছে যাই ব্যস্ত কোলাহলে
হাজার কবিতা মিথ্যা হয়,
একটু অসাবধানে।


তোমার নিয়ে লেখা ভাবনা আমার
শুধু শব্দ ছন্দের বর্ণনায়
অনেক কাছে তুমি আমার
বাস্তবে যদিও দূরে অনেক আমার থেকে
বর্ণ দিয়ে করি তোমার বর্ণনা
আমার অমূল্য মনের খাতাতে।


ছন্দ দিয়ে করতে চায় তোমার সঙ্গলাভ
তুমি শোনো না আমার পানে,
কি ভাব নিজেকে মহারানী
সেটাতো তুমি আছো
তোমার স্নিগ্ধ অলংকারে।  
তবে আর নয় বেশি দিন
তোমার অভিমান থাকবে না রঙিন।
মুছে যাবে অন্ধকারে
তোমাকে সংকটে ফেলে
অহংকার করবে তোমাকে গ্রাস
তবুও শুনতে পাবে না
আমার মনের হা হুতাশ।