তোমাকে দেওয়া প্রতিশ্রুতি
আগলে রাখব আমি
এটাই করেছিলাম অঙ্গীকার''


হাজার প্রলোভনে
একটু অসাবধানে ,
আটকে গেছে
মনের দ্বার,


ভাবনা রুপি পাখি
দিয়েছে আমাকে ফাকি
গিয়েছে অন্যের আঙিনায়,
বদ্ধ পরিকর
এ সংযত বিনিময় ।


অখেয়ালে আবছা আলো
কখন যে ভোর  হয়
উষ্ণ  নেশার
তখন ও রেশ থেকে যায় ,
প্রভাতের রবি
বেপোরোয়া ভাবে
করে শুধু আহ্বান
তোমার মতো করে
শুধুই সন্দিক্ষনে ,
বড়ই ক্লান্ত মন অশ্রান্ত
আর মুখের অশ্রাব্য ভাষায়
দিতে হয় নিজের পরিচয়,