আমি রেখে যাব তোমাকে
তোমার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে,
হারিয়ে দেবো  নিজেকে
হাজার  প্রদীপ নেভা  সন্ধে ।
জানিনা শুনতে পাও কিনা
আমার  হৃদয়ের  আহ্বান,
দেখতে পাও কিনা
রাত  জাগো মনের অভিমান।

আমার দেহ করে  চলে  কাজ
আর  মন তোমাকে ভাবে সারাক্ষন,
আমার  জানা  হয়ে গেছে আজ
তুমি  নও আমার মতন,
ভালোবাসা  হৃদয়ের  মিলন
নয় শরীরের,
তোমার  হৃদয়  নয়  মলিন
নয়  তা আমার সাধ্যের।


আফশোষ নয়  হেথা
তা নয়  আমার,
তুমি তো ভালোবাসা না আমার
কিন্তু, আমি ভালোবাসি তোমাকে
তাই দুঃখটা
বোধ হয় একান্তই তোমার।
ভাবতে পারো আমাকে
যা হয় কিছু,
আমি আর চলবো না
তোমার পিছু পিছু।
ভাববোনা আর তোমার কথা
জানি সে কাজ টা
হয়তো একটু কঠিন,
কিন্তু একেবারে নয় অসাধ্যের।