সহজ সরল মনে আমিও একজনকে
বেসেছিলাম ভালো
ভাবতে পারিনি কেন সে আমাকে
ছেড়ে চলে যাবে, করে মুখ কালো।
ডুবিয়ে দিয়ে যাবে গভীর সমুদ্রে
চলে যাবে এ মন ছেড়ে দূর থেকে বহুদূরে
তাকে নিয়ে গড়া স্বপ্নের বাগান থেকে
চলে যাবে আমাকে একা রেখে
এই  জেনেও যে আমি আমার মন প্রাণ
সর্বান্তকরণে দিয়েছিলাম তাকে
তাকে ছাড়া এ প্রাণের আহ্বান
থাকবে না এই পৃথিবীতে।
আজও হয় না বিশ্বাস সে গেঁয়ো মেয়েটা
হাতে থাকত সর্বদা একটা টিয়া।
ঘুরত ফিরত বাশঁতলার মেঠো রাস্তা দিয়ে
পায়ের তোড়ার আওয়াজ আসত ঝির ঝিরিয়ে।
মনে হত ঐ কাজলা মেয়ে
যেন প্রকৃতি দিয়ে গড়া, লালিত তার কোলে
আমি প্রকৃতির ভালবাসা দিয়েছিলাম তাকে
প্রকৃতির দেন সে, এই ভেবে।
তাছাড়া তার হাসি-খুশি মুখ
তাহার লাজুক চোখের ইশারা
আমাকে দিত সুখ
করত আলোক দেশের দিশারা।
তার মন মিলিয়ে গেল একদা
আমার মনের উদ্যানে
তার  সে অতি প্রিয় টিয়া পাখীটি
পেল ছুটি হারিয়ে গেল স্বপ্নের দেশে
বুঝলাম তার সেই সরল মন
অতি উদার ঠিক যেন প্রকৃতির মতন।
কতই না সুন্দর ছিল দিন গুলি
বসন্তে কোকিলের কুহেলি
যেমন মধুর লাগে,
তার চেয়েও বহমান ছিল এই মন আবেগে
আবেগের তরী করিল বাড়াবাড়ি
সে দিল অজানা দেশে পারি।
সে চাইল না ফিরে আমার
মন-বন্দরে।
সে যে নোঙর ফেলেছিল
তাও ফিরিয়ে নিল নিংড়িয়ে
এই মন বন্দর কে ক্ষত করে
সেই ক্ষত স্থানে নোন জল ভরিয়ে।