কেমন হতো,
তুমি যদি ফুল হতে
এক সন্ধ্যায় সুগন্ধ্য দিয়ে
ঝরে যেতে, রয়ে যেতে
ক্ষনিকের তরে
এই পৃথিবীতে।


কেমন হতো,
তুমি যদি মেঘ হতে
এক পশলা বৃষ্টি হয়ে
ফুরিয়ে যেতে
হারিয়ে যেতে এই ধরাতে।  


কেমন হতো,
তুমি যদি চন্দ্র হতে
শুধু রাতের আকাশে এসে
আমার ঘুম গুলি কেড়ে
ভরিয়ে দিতে তোমার বিভোরে।
আর তুমি থেকে যেতে বহু দূরে ,
কালান্তর ধরে।


কেমন হতো,
তুমি যদি স্বপ্ন হতে
রয়ে যেতে আধার রাতে,
আমার দুচোখের পাতাতে।