আমাকে কেউ বুঝলো না
করে গেলো সবাই বঞ্চনা
দিলো হাজার বদনাম
হলাম কত অপমান।


নিজেই নিজের মধ্য থেকে
গেছি অনেক পিছিয়ে,
তাই এগোতে চায়
একটু মুখ উঁচিয়ে।


আর সমাজ ভাবলো বারাবারি
করল সবাই আড়ি,
হয়ে গেলাম নিঃস্ব ,
চেয়ে দেখি
পরে আসে সারা বিশ্ব।
আমি অকেজো তাতে
অনেকে থেকে ও
কেউ নেই পাশেতে,
বন্ধু ভেবেছি যাকে
সেই গেছে পাশ কাটিয়ে।


ভালোবাসা শব্দটা অনর্থক
লক্ষ্যহীন এ জীবনে,
অগ্রগতির পথে
পদলেহিত হতেই হয়,
তাই এ সব ভাবি না
করিনা অপমানের ভয়।