ওই উঠে রাতের শেষে জ্বলন্ত সূর্য
যার রক্তাক্ত হয়ে উঠে অপরিহার্য
আবার নতুন একটি দিনের
নব চেতনার আকাঙ্ক্ষিত সূচনা
অতীতের ছবিটা চিরদিনের
মত করে তবু ভুলে যাওয়া যায় না।
ভালবাসার প্রতীক রক্ত বর্ণ গোলাপ,
দেখি যে ঘুমন্ত চোখে নদীর তীরে।
হয় নিস্তব্ধ নীলিমার সাথে আলাপ
এলোমেলো বাতাস কে সাক্ষ্য করে।
পাখিরা করে ওঠে স্বাগত
নব দাম্পত্য কে নতুন দিনে।
প্রজাপতি হাজার রঙে রাঙিত
বয়ে চলে মধু লোভে কুঞ্জকাননে।  



ঘোড়াঘাটা
৯.০৩.২০১০
১৫:১০ ঘ: