এই ছোটবেলার সুযোগ কর না হাত ছাড়া
পরে বুঝিবে এর মহিমা
ছোট থেকে মন দিয়ে করো পড়াশুনা
না করিলে বুঝিবে নিরক্ষর এর কি জ্বালা
তবে শোন সবাই মাতা পিতার দোষ দিও না
তারা কষ্ট করে করাই পড়াশুনা।
পড়াশুনা করলে ভাল, হবে তুমি বড়
পড়াশুনা করলে ভালভাবে পড়।
করলে পড়া হবে সমাজে প্রতিষ্ঠিত, নামি আরো কত কি
না করিলে যে পড়বে ফাঁকি।