অবহেলার পরিনাম
পেতেই হবে একদিন।
অসাধ্যেরে দেয় না
কেউ কোনো দিন ঋণ।


সম্মুখে আলো আঁধারি
তাই পশ্চাতে করি গমন,
সাহসিকতার দিয় না পরিচয়
অলস্যে হয়ে গেছে এমন।


পিছোতে পিছোতে আজ
পিঠ থেকে যায় দেওয়ালে ,
কালের পথ থেকে তাই
হারিয়ে যায় আড়ালে।


সাধ্য আছে সাহস আছে
দিয় না তাকে বিকায়ে,
মনের নবীন প্রদীপ টাকে
নিজের হাতে দিয় নিভিয়ে।


প্রাণের সদ্য জাগ্রত বৃক্ষ কে
ঠেলে দিয়ে আগাছার বনে,
সব জড়াজীর্ণতাকে
ভরে নিয় মনে।