ভেবেছি অনেক আমি
পাব তোমার পরিচয়
হারিয়ে জন সমূদ্রে
করেছি শুধু সময় ক্ষয়।।
ফলের আশায়
ফুলকে বাসি ভালো
অদৃপ্ত কন্ঠে শুধু
তোমার নামে ভরালো।।
স্নিগ্ধ শীতল আশার আলো
উষ্ন আমার কাছে
জানিনা কত দূরে তুমি
তবু মনে হয় আছ তুমি পাসে।।
ভিড়ের মাঝে আমি
হাজার চেচামিচিতে
শুনতে পায় বাড়েবাড়ে
সুমধূর তোমার কন্ঠ যে।।
কাছে এলেও চলে যাবে তুমি
কিন্তু এমনে চীর জীবনে
তোমার ভাবনা
রয়ে যাবে চীর আনমনে।।
প্রবাহ পথের স্মৃতি
লেখা এ হৃদয়ে
তোমার স্পষের আশায়
যায় দিন বয়ে।।
কল্পালোকের রমনী কেন
বাস্তবে এসে দেখা দেও
আবছা আলোর সন্ধ্যা
তোমার রূপের আলোয় রাঙাও।।