তোমার জন্য এনে দিতে পারি
    অষ্টেলিয়া থেকে ক্যাঙ্গারু,
তোমার জন্য সুজলা করে দিতে পারি
      দুর করে সব মরু।।


তোমার আদেশে দিতে পারি
   সাত সমুদ্র তেরো নদী পার,
তোমার তরে দিতে পারি
       আমার আত্মবলিদান।।


জানি তোমার ইশারায় হয়ে যেতে পারে
       ব্যারাক ওবামা তোমার প্রেমী,
তাই সব যায় পূরণ করে
      তোমাকে ক্রদ্ধ চায় না আমি।।


তোমার চোখের জলে যেতে পারে ভরে
       এ পৃথিবীর মানুষের আবাসস্থল,
তাই যায় সব পূরণ করে
           ভাবিয়া সে ফল।।


জানি তোমার আহ্বনে চীর নিদ্রা থেকে
         জেগে উঠতে পারে রবীন্দ্রনাথ,
তোমার প্রেমের কাব্য লিখে পেতে পারে
           আরেক বার বিশ্বখেতাব।।


তোমার শান্তি বিলিয়ে দিতে
      শত শত বৃদ্ধ হতে পারে মডান,
তোমার নিদ্রা ফিরিয়ে দিতে
         ঘুমন্ত নজরুল গাইবে গান।।


তোমার প্রানবন্ত আবার আসবে ফিরে
      মানুষের হাসিখুসির রঙ বাহারে,
তোমার স্নায়ুর সতেজতা যাবে ভরে
      মডান কৃষ্ণ রাধার প্রেম যুগলে।।


জানি তোমার উষ্ণ ঠোটের ছোয়ায়
      শেকসপিয়ার ও নাম লিখে যায়,
তোমার হাতে হাত মেলায়
  জন্ম লগ্ন হতে পৃথিবীর সব মানুষের মানষিকতায়।।