কত সময়ের দীর্ঘশ্বাস
  শুনতে পাও কি তুমি
  জানা অজানার
           মাঝে আমি
          এ ব্যাকুলতায় ,
ভেসে যে যায়
   ছিন্ন পত্র মূলে
         যদিও তুমি
       তা জানিলে ,
তবু ও তো একবার
    নিলে নাকো খোজ
  আসিলে না কাছে।।
আমার বীভৎস হাহাকার
         অসহ্য চিৎকারে
তুমি রয়েছ এখনও ঘুমি...


তোমার হৃদপিন্ড এতটায় কঠোর
      এতটাই পাষান,
       যেথায় পৌছায় না
  আমার আর্তনাদের আহ্বান
      তবে আমারই ভূল,
  দিয়েছিলাম বন্ধুত্যের ফুল
    তবু আজ পায়না কুল
  কেটে নিলে সম্পর্ক বৃক্ষের মূল।।
  আর তার,
  সতেজ ডালপালা
   যেগুলি আমার সম্বল
   সেগুলির দিকে
       চাহিলে না একবার।
বা চমৎকার
  চমৎকার তোমার ভাবনা
   যে মনে কোনো
     মনুষত্ব্য পৌছয় না,
    রয়েছ শুধু ঢের
  প্রতিবন্ধকতার জাহাজ
         যে জাহাজ আমার
  হৃদয় সমূদ্রে চলে না
       চলে আমার
অশ্রু জলের সাগর মাঝে।।